সিলেট বিভাগ

দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুন্ডের মাধবেশ্বর মন্দিরের উন্নয়নকল্পে সভা

কমলগঞ্জ প্রতিনিধি :

দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুন্ডেরে মাধবেশ্বর মন্দিরের ভূমির যথাযত ব্যবহার ও মন্দিরের উন্নয়নকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে মাধবকুন্ড মাধবেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত পুরকায়েস্থের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক নেতা সিলেট সিটি কর্পোরেশেনের কাউন্সিলার জগদীশ দাস, এডভোকেট গোপাল দত্ত, এডভোকেট জলি রানী দাস, সিলেট বিভাগের সিনিয়র ঠিকাদার দেবাংশু মিঠু, সমাজ হিতৈষী বিদ্যুৎকান্তি দাস, জুরি উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, এডভোকেট বিমল এলগিরি, বিশিষ্ট সমাজ সেবী গৌরা দে, আইলিন এলগিরি, বিচিত্র দে, শিবের সিংহ, সুখময়দেব সিংহ, গীতেশ চন্দ্র দাস, সুব্রত দাস শিমুল, সঞ্জয় দেবনাথ, রঞ্জিত পাল, গৌরাঙ্গ চন্দ্র দাস, সুজিত দাস, মহিলা ইউপি সদস্য শ্রীমতি বাউরী ও মোহনলাল রিকিমুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাধবকুন্ড জলপ্রপাত ও মাধবকুন্ড মাধবেশ্বর মন্দিরের ইতিহাস ৫শত বছরেরও অধিক। কিন্তু মাধবেশ্বর মন্দির রক্ষণাবেক্ষণে নেয়া হয়নি তেমন কোন উদ্যোগ। এ সময় মাধবেশ্বর মন্দিরের উন্নয়নে এগিয়ে আসার জন্য সরকার ও সনাতনী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও মাধবেশ্বর নামীয় ভূমি এর যথাযথ ব্যবহারের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close