রুপগঞ্জ

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রূপগঞ্জের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) এবং জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ২০২৩ সালের ২৮ আগস্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের বউরারটেক এলাকায় পুড়িয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলেন রিটন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরদিকে রফিকুল ইসলাম ৫ আগস্টের আগের একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনেও হামলা চালিয়ে বহু মানুষকে আহত করেন তিনি। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, ছাত্রলীগের এই দুই নেতাকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close