লেখা-পড়াসারাদেশ

তাড়াইল উপজেলার সর্বোচ্চ এ প্লাস প্রাপ্ত প্রতিষ্ঠান দারুল কুরআনের পুরস্কার অর্জন

 

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসা নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৩ এ তাড়াইল উপজেলার সর্বোচ্চ এ প্লাসপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বোর্ডের পক্ষ থেকে পুরস্কার অর্জন করেছে। এবারের পরীক্ষায় ৯০% এ প্লাসসহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে এ প্রতিষ্ঠানটি। এরমধ্যে দারুল কুরআনের মেধাবী ছাত্র মো. আসিফ সারাদেশের ৬ লাখ ৬২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থীর মাঝে বোর্ডের মেধা তালিকায় ১১তম স্থান লাভ করে।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকার প্রায় তিন শতাধিক শিক্ষকের উপস্থিতিতে দারুল কুরআনের পরিচালক এমদাদুল্লাহর হাতে পুরস্কার তুলেদেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন। এসময় আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মীর আনিস, হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা ফুরকান, বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এমদাদুল্লাহ সালাম, বাংলা বিভাগের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা এনামুল হক, আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মাওলানা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close