অপরাধসিদ্ধিরগঞ্জ

সাতঘোড়ায় মধ্যরাতে প্রাচীর টপকে চুরির চেষ্টা, ২ গার্ড গুরুতর আহত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড সুমিলপাড়া এলাকায় সেভেন হর্স (সাতঘোড়া) সিমেন্ট কারখানায় নিরাপত্তা প্রাচীর টপকে মধ্যরাতে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তারত এক সিকিউরিটি গার্ডকে কুপিয়ে জখম এবং অপর এক গার্ডকে রশি দিয়ে বেঁধে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) মধ্যরাতে সিমেন্ট কারখানায় এ চুরির চেষ্টা ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রমতে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে চুরির উদ্দেশ্যে ২/৩ জন চোর কোম্পানির নিরাপত্তা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এসময় ঐ স্থানে নিরাপত্তায় থাকা একজন গার্ড তাঁদের দেখে ফেললে গার্ডকে রশি দিয়ে বেঁধে বেড়ধক মারধর করে। পরে তারা কোম্পানির মেকানিক্যাল ডিপার্টমেন্টের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশের সময় আরেক নিরাপত্তাকর্মীর বাঁধার মুখে পড়েন। এসময় তারা নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম করে। এতে নিরাপত্তাকর্মীর হাতের রগ ও আঙ্গুল কেটে যায়। এসময় আহত নিরাপত্তাকর্মীর ডাক চিৎকারে ডিউটিরত শ্রমিক ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা ছুটে আসলে চোররা পালিয়ে যায়। এ ঘটনার তিনদিন পার হলেও কোম্পানি কর্তৃপক্ষ থেকে কোনো মামলা হয়নি বলে জানা গেছে। যদিও এর আগেও কোম্পানিটিতে বেশ কয়েকবারই চুরির ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানায়।

এ বিষয়ে কথা হলে সেভেন হর্স সিমেন্ট কোম্পানির হেড অব প্লান্ট মনিরুল ইসলাম সিকদার জানান, আমি সেদিন কোম্পানিতে রাতে ছিলাম না। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে কেউ কিছু জানায়নি এ বিষয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও পরিদর্শন করেছি। আমরা কোম্পানিতে দায়িত্বরত কর্তৃপক্ষকে থানায় ডেকেছি। তারা এখন পর্যন্ত মামলা বা অভিযোগ দেয়নি। মামলা করলে মামলা নেয়া হবে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close