Uncategorized
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন না.সি.ক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভি
বজ্রধ্বনি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য
দোয়া চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপােরেশনের মেয়র
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী
যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও যেন
সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা তার
জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী সিটি করপােরেশনের
বাসিন্দাদের জন্য যে সকল সুযােগ সুবিধার ব্যবস্থা
করেছিলেন সেটা আমরা গত দেড় বা দুই বছরে
অনেকটা দিয়েছি।
মেয়র আইভি বলেন,২৭ টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে
আমরা কয়েকবার করে চাল দিয়েছি, পাশাপাশি নগদ
অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সােনালী ব্যাংকের
কর্পোরেট করােনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ
সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে
একথা বলেন সিটি মেয়র আইভী।
মেয়র আইভী বলেন, আমাদের যে বড় বড় আর্থিক অনুদানগুলো
আসে তা সােনালী ব্যাংকেই আসে। তাদের সার্ভিসও
ভাল। আমি তাদের সাফল্য কামনা করার পাশাপাশি
তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।