রাজনীতিসিলেট বিভাগ

শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে–উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এক সময় রাস্তাঘাট খুবই নাজুক ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ‚রদর্শি নেতৃত্বে দেশের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। শহর থেকে গ্রাম সবখানে পাকা রাস্তা হয়েছে। এখন আর কাঁচা রাস্তা নেই বললেই চলে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের আমলে এই রাস্তায় মানুষ ও যান চলাচলের উপযোগী ছিল না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দৃশ্যমান উন্নয়ন হয়েছে। হাজার হাজার পর্যটকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। রাস্তায় উপর লাইট থাকায় রাতের বেলা যাতায়াত করলে এক চমৎকার লাগে। তিনি দেশের এই উন্নয়নের ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে সবার প্রতি আহবান জানান। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া জেলা মহাসড়কের ১৩টি কালভার্ট ও ১টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সহকারী প্রকৌশলী জহির আহমেদ, আরিফ হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ জামিল ইকবাল এর প্রজেক্ট ম্যানেজার আকাইদ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জোন) এর আওতায় ও সড়ক বিভাগ মৌলভীবাজার এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। নির্মাণাধীন ১৩টি কালভার্ট, ১টি গার্ডার ব্রিজ ও ৩ কিলোমিটার আরসিসি ঢালাই নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close