খেলাধুলানারায়ণগঞ্জবিনোদন
নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার তবিনিময় সভা অনুষ্ঠিত
বিসিবির পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন, বাংলদেশের যতগুলো জেলা আছে অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে বেশি খেলা ধুলা হয়। যা সর্বমহলে প্রসংশিত। আমাদের খেলা ধুলার জন্য নারায়ণগঞ্জে মাঠের সংখ্যা কম। জনবহুল এলাকায় একটু জায়গার দাম বেশি হওয়াতে খালি জায়গাগুলো অনেকে কাজে লাগিয়ে ফেলেছে।
বুধবার ( ২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সমস্ত খেলায় উল্লেখযোগ্য ভুমিকা সব সময় রাখে। জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে যতগুলো ফেডারেশনের কার্যক্রম আছে সবগুলোতে অংশ গ্রহন করে অবস্থান যাই হোক না কেনো। আগামীতে আপনার (ডিসি মো মঞ্জুরুল) নেতৃত্বে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের আছে। সেখানে আমরা অগ্রসর হবো। আশা করি আপনার সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুতুবউদ্দিন আকসির, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরি সদস্য মো আসলাম ফিরোজ মামুদ সামা ও কার্যকরি পরিষদ উপজেলা সদস্য এস এম আরিফ মিহির প্রমুখ