আন্তর্জাতিকখেলাধুলা
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
শেন ওয়ার্নের এজেন্সির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি শেন ওয়ার্নকে। মৃত্যুকালে শেন ওয়ার্ন থাইল্যান্ডে ছিলেন।
বিবৃতিতে আরও জানানো হয়, শেন ওয়ার্নকে ওনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি।
শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। উইজডেনের শতাব্দী সেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন ওয়ার্ন। তিনি ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেছেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।
আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন। জিতেছেন ১৯৯৯ বিশ্বকাপ। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ছিলেন ম্যাচ সেরা।
১৯৯২ সালে সিডনিতে ওয়ার্নের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষে। পরের বছর ওয়েলিংটনে হয় ওয়ানডে অভিষেক। সব দলের বিপক্ষেই তিনি ছিলেন দারুণ সফল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল চমৎকার।
১৯৯৩ অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে মাইক গ্যাটিংকে বোল্ড করা তার সেই জাদুকরি ডেলিভারি ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী জায়গা পেয়ে গেছে ‘বল অব দ্য সেঞ্চুরি’ নামে।
সম্প্রতি অ্যাশেজ সিরিজে তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। শুক্রবার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা ক্রিকেটবিশ্ব।