আন্তর্জাতিকরাজনীতি

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দফতরে পদত্যাগপত্র জমা দেন।  এনডিটিভি

দেশটির রাজধানী কলম্বোয় সরকারবিরোধী একটি বিক্ষোভস্থলে হামলার পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা।

গত এপ্রিল থেকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। এর জেরে দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।  এর অংশ হিসেবে সোমবার প্রেসিডেন্ট দপ্তরের সামনে সরকারবিরোধীরা বিক্ষোভ করছিল। একই সময়ে ক্ষমতাসীন দলের কয়েকশত সমর্থক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দার সরকারি বাসভবনের সামনে সমাবেশ করছিল। এরপর সেখান থেকে মিছিল করে গিয়ে প্রেসিডেন্ট দপ্তরের সামনে অবস্থানরত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close