প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোনারগাঁয় এক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষনের অভিযোগ এসেছে ৫ জনের বিরুদ্ধে। উপজেলার চরকামালদী গ্রামের পাশে এক বিলের ধারে এই ঘটনা ঘটে।
৬ জানুয়ারি (শনিবার) এই তথ্য নিশ্চিত করেন সোনারগাঁ‘র তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। এই ঘটনায় দুই জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা আরও ৩ জনের নামে মামলা হয়েছ।
নথিভুক্ত দুইজন হলেন একই গ্রামের শাজাহান মিয়ার ছেলে সাব্বির ও তার বন্ধু আকাশ। সাব্বির বেশ কিছুদিন হলো ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগীকে এক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যায় সে। এরপর পাহারায় রেখে সে ও তার বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় শুক্রবার (৫ জানুয়ারি) সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।
সাইফুল ইসলাম জানান, উক্ত ৫ জন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।