নারায়ণগঞ্জ

স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা পাবে নারায়ণগঞ্জ শহরের মানুষ : মেয়র আইভী

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ।

তিনি  বলেন, কিডনি জনিত জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের ডায়ালাইসিসে অনেক টাকা খরচ হয়। নগরবাসীর কল্যাণের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের (এসবিএফ) এর যৌথ উদ্যোগে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করেছে । এতে স্বল্পমূল্যে সেবা পাবে সাধারণ মানুষ।

নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানে এই কিডনি ডায়ালাইসিসের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে আট শয্যা নিয়ে এই কার্যক্রম চালু হলেও দশটি শয্যা স্থাপনের চুক্তি রয়েছে।

বাংলাদেশী প্রবাসীদের অনুদানে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক সচিব হোসনে আরা বেগম, মহাসচিব সাজ্জাদ রাশেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ, সোনার বাংলা ফাউন্ডেশনের পণ্যদূত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবির হোসাইন, অসিত বরণ বিশ্বাস, শাওন অংকন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. আইভী আরও বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চারটি হাসপাতাল রয়েছে। এর মথ্যে একটি হাসপাতালে প্রসূতি মায়ের ডেলিভারিসহ পূর্ববর্তী ও পরবর্তী সেবা প্রদান করা হয়।

সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেন জানান, কিডনি ডায়ালাইসিসের জন্য ইতোমধ্যে আটটি অত্যাধুনিক যন্ত্র ও শয্যা স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করা হলেও তৈরি করা হয়েছে দেশের বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এসব যন্ত্র নষ্ট হলেও তা মেরামতের জন্য হাসপাতালেই ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ এর দ্বিতীয় ও তৃতীয় তলা কিডনি ডায়ালাইসিস কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। নিচতলায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে।

এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টারে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিজ অ্যান্ড প্রিভেনশন স্কিনিংসহ সচেতনতামূলক সেবা ও কিডনি রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। এখানে নতুন ও পুরাতন রোগীদের ১৯শ’ টাকায় ডায়ালাইসিস করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close