আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) বিকেলে নাসিক ১৮নং ওয়ার্ডে শহীদ নগর এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন- আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, পরিক্ষা দিয়েছি। এ-ই পরিক্ষার রেজাল্ট বের হবে ১২ই ফেব্রুয়ারী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তা-হলে বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে। ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে, বিএনপিকে নির্বাচিত করা। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জয়ী করা। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি করবো। ১৮নং ওয়ার্ডে ২৪ হাজার ৬৪০ ভোট রয়েছে। আমাদের ৮০/৯০ পার্সেন্ট কাষ্ট করাতে হবে। আজ থেকেই পরিকল্পনা করতে হবে, বসে থাকার সুযোগ নেই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
আবুল কাউসার আশা বলেন- দিন শেষে আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছি যিনি শুধু দিয়েই গেছেন, নিজের জন্য কিছু নেননি। আমরা সে-ই দেশনেত্রীর সন্তান। আমাদের দলের বিরুদ্ধে দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে, ঘরে ফিরতে হবে।
ও-ই সময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে-ই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপ’র যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আওলাদ হোসেন, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।



