আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ সহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

জালকুড়ি পশ্চিম উত্তর জুট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জুয়েল প্রধান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ ইস্রাফিল প্রধান।

জালকুড়ি পশ্চিম উত্তর জুট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফিকুল বাসার’র সঞ্চালনায় ও-ই আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বাদল সরকার।

আলোচনা সভায় বক্তব্যে বক্তৃতারা বলেন- বেগম জিয়া শুধু জিয়া পরিবারের নয়। তিনি এখন সারা দেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনাদের নিকট আমাদের অনুরোধ আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময়, মাটি ও মানুষের নেত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ্ তায়ালা যেনো তাকে দেশের মানুষের দোয়ায় অচিরেই সুস্থতা দান করেন।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া’র শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় এবং ও-ই সংগঠনের সকল সদস্য সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জালকুড়ি পশ্চিম উত্তর জুট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আইনুল হক, সহ-সভাপতি জয়নাল প্রধান, সাংগঠনিক সম্পাদক কাজল সরকার, কোষাধ্যক্ষ দীন মোহাম্মদ, বিল্লাল হোসেন, আব্দুস সালাম সহ ও-ই সংগঠনের অন্যান্য নেতা- কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close