জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরনির্বাচনী হালচালফতুল্লাবিভাগরাজনীতিসারাদেশসিদ্ধিরগঞ্জ

আমি কারও সম্পদের খেয়ানত করবো না, আমার কোন সন্ত্রাসী গ্রুপ নেই: কাসেমী

নিজস্ব সংবাদদাতা: আপনাদের ভোটে যদি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হই, তা-হলে সর্ব প্রথম জলাবদ্ধতা দূর করার কাজ শুরু করবো। আর মাদকমুক্ত সমাজ গড়বো। যদি এ দুটি কাজ করতে না পারি, তবে দ্বিতীয়বার আর আপনাদের কাছে আসবো না। এ-টা আপনাদের প্রতিশ্রুতি হিসেবে দিলাম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফতুল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়েত উলামায়ে ইসলাম এর সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী ও-ই সব কথা বলেছেন।

প্রধান অতিথি আরও বলেন- রাজনীতি কোন খেলার বিষয় নয়, রাজনীতি হলো একটি পবিত্র আমানত। স্বাধীনতার ৫৫ বছর পরও জলাবদ্ধতা নিয়ে কথা বলতে হয়, এটা লজ্জার বিষয়। আমি কারও সম্পদের খেয়ানত করবো না। আমার কোন সন্ত্রাসী গ্রুপ নেই। আমি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মা-বোনেরা যাতে নির্ভয়ে চলাচল করতে পারেন, সে-ই নিরাপদ শহর গড়াই আমার অঙ্গীকার।

আব্দুল সাত্তার মিয়া’র সভাপতিত্বে ও-ই নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মনোয়ার হোসাইন, ছাত্র নেতা মোশারফ হোসেন, মুফতী হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম, হাফেজ হানজালা সহ অন্যান্য নেতা-কর্মীরা ও সাধারণ জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close