আড়াইহাজারকিশোরগঞ্জকুমিল্লাগাজীপুরচট্টগ্রামজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে ঢাকায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে: ” গণপরিবহন ও পাবলিক স্পেসে যৌন হয়রানি প্রতিরোধে ও প্রতিক্রিয়া জানাতে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ” মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকাতে অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলায় ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে পরিচালিত ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ‘শিখা প্রকল্প’—এর উদ্যোগে আজ ঢাকায় কমিউনিটি ট্রাফিক পুলিশ (ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ) ও ব্র্যাক স্বেচ্ছাসেবকদের জন্য এক দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি প্রশিক্ষণটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা টেকনিক্যাল অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান লক্ষ্য ছিল গণপরিবহন ও জনসমাগমস্থলে জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) এবং যৌন হয়রানি (SH) প্রতিরোধ ও প্রতিক্রিয়া বাড়াতে স্থানীয় কর্মীদের সচেতনতা ও সক্ষমতা এবং নেতৃত্ব বৃদ্ধি করা, যাতে তারা নারী—বান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারেন।
প্রশিক্ষণর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আনিছুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)—এর যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) কর্মশালার সঞ্চালনা করেন ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ‘শিখা প্রকল্প’—এর প্রজেক্ট লিড মোঃ নাজমুল হক এবং প্রশিক্ষণ পরিচালনায় মোঃ নূর ইসলাম নূর, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেন্ডার অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক, কাজী শাহানারা আক্তার এবং মজিবুর রহমান প্রকল্প অফিসার, শিখা প্রকল্প, ব্র্যাক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং চালক, হেল্পার ও মালিকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। তিনি গণপরিবহনে ড্রাইভার, হেল্পার ও কনডাক্টরদের দুর্ব্যবহারের সমালোচনা করে নারীদের জন্য পর্যাপ্ত আসন নিশ্চিতকরণ ও তাদের প্রতি পুরুষদের সম্মান প্রদর্শনের আহ্বান জানান। সর্বোপরি, জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সড়কে একটি নিরাপদ, সুস্থ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উক্ত প্রশিক্ষণে ট্রাফিক সহায়তাকারী গ্রুপ ১৯ জন ও ব্র্যাক কমিউনিটি স্বেচ্ছাসেবকসহ ৪ জন সহ মোট ৩১ জন অংশগ্রহণ করেন।
‘শিখা’ প্রকল্পটি আগামী চার বছরব্যাপী (ফেব্রুয়ারি ২০২৫ — জানুয়ারি ২০২৯) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, নারায়ণগঞ্জ ও গাজীপুর — এই ছয়টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। ব্র্যাক, ইপসা এবং ব্লাস্ট—এর অংশীদারিত্বে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন ও কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close