আড়াইহাজারকমলগঞ্জ উপজেলাজামালপুরজেলা/উপজেলাঢাকানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরমৌলভীবাজাররংপুর বিভাগরাজশাহী বিভাগরুপগঞ্জশ্রীমঙ্গল উপজেলাসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁও

কুরিয়াসার্ভিসের গ্রাহকের টাকা আত্মসাৎ, কারাগারে ম্যানেজার আবদুর রব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গ্রাহকের ক্যাশ অন ডেলিভারির
১০,৭৪৫৮৪( দশলাখ চুয়াত্তর হাজার পাঁশশত চুরাশি) হাজার টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এ .জে. আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের মহাখালী শাখার ম্যানেজার মো. আবদুর রব (৩৯) এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার ৬ দিন পর পলাতক আসামি মো: আবদুর রব (৩৯)কে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলখানায় পাঠায়।

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. আবদুর রব (৩৯)কৌশলে গ্রাহকের ক্যাশ অন ডেলিভারির ১০,৭৪৫৮৪ (দশলাখ চুয়াত্তর হাজার পাঁশশত চুরাশি) হাজার টাকা আত্মসাৎ করে। যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে আসে। আসামি রব প্রতারণার মাধ্যমে সু- কৌশলে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে গ্রাহকের ক্যাশ অন ডেলিভারির টাকা প্রায় এগারো লাখ টাকা আত্মসাৎ করে।

গত ২৮-১০-২০২৫ ইং তারিখ রাত ১০:০৫ ঘটিকায়, মহাখালী শাখার অফিসে অডিট কার্যক্রম চলাকালীন সময় মোহাম্মদ আবদুর রব অডিট কর্মকর্তাদের জানান, গাড়ির মালামাল লোড-আনলোড ঠিক মতো হচ্ছে না দেখি আসি বলে চম্পট দেয় সে। অনেক খোঁজা-খুজির পর না পাওয়ায় সিসি ফুটেজ চেক করা হয়। এমন কি তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

মহাখালির অফিস থেকে পালিয়ে যাওয়ার পর দিন বুধবার ২৯-১০-২০২৫ তারিখ দুপুরের দিকে আসামী আবদুর রব এজেআর কুরিয়াসার্ভিসের অডিট বিভাগের সহকারী ম্যানেজার ওমর ফারুক-এর কাছে ফেসবুক মেসেঞ্জারে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে আবদুর রব বলেন, নানা কৌশলে গ্রাহকের টাকা জমা না দিয়ে তিনি নিজেই খরচ করেছেন। টাকা ফেরত চাইলে রব নানাভাবে অজুহাত দিতে থাকে। বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, নানা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আসামি মো. আবদুর রব(৩৯) গ্রাহকের ক্যাশ অন ডেলিভারি টাকা হাতিয়ে নেন। প্রাথমিক তদন্তে তাঁর প্রমাণ পাওয়া গেছে। মামলার এজাহারে তা উল্লেখ করা রয়েছে। পরবর্তীতে এবিষয়ে এ .জে. আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহাখালী শাখার ম্যানেজার মো. আবদুর রব (৩৯) কে কর্মস্থান থেকে অব্যাহতি দিয়েছেন। আসামি নিজেও এবিষযে স্বীকারোক্তি দিয়েছেন। গ্রাহকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close