আড়াইহাজারকক্সবাজারকমলগঞ্জ উপজেলাকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজামালপুরজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরবরিশাল বিভাগবিভাগময়মনসিংহ বিভাগমৌলভীবাজাররংপুর বিভাগরাজশাহী বিভাগরুপগঞ্জশ্রীমঙ্গল উপজেলাসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁও
আকস্মিক উন্নয়ন কাজ পরিদর্শনে না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ‘আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতা হবে না’

নিজস্ব সংবাদদাতা: আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে। ফলে এর সুবিধা পেতে শুরু করবে নগরবাসী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকস্মিক নগরীর বিবি রোডে চলমান গভীর নালার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন- শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন সহ জনসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।
উক্ত সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন প্রমূখ।
প্রশাসক সন্ধ্যায় শহরের শায়েস্তা খান সড়কের গভীর নালার নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেন। ও-ই সময় উপস্থিত ঠিকাদারকে তিনি আগামী মার্চের আগে কাজ শেষ করার নির্দেশ দেন।
আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে চলতি বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর নিজেই সরেজমিন পরিদর্শনে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ।