আড়াইহাজারকক্সবাজারকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরবরিশাল বিভাগবিভাগরুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

রূপগঞ্জে জীবিত পিতাকে মৃত্যু দেখিয়ে জমির নামজারি নারায়ণগঞ্জ আদালতে প্রতারক আল-হেলাল মাসুমের মুখোশ উন্মোচিত

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি র নোটিশ বোর্ডের তালিকা ভুক্ত দালাল /অন-অনুমোদিত ব্যক্তি আল হেলাল মাসুম তার পিতার মৃত্যুকে নিয়ে প্রতারণার ফাঁদ পেতে রুপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভুয়া নাম জারি করেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে । তার জীবিত পিতা মাহাবুর রহমান ওরফে তারা মিয়াকে মৃত দেখিয়ে তার সকল সম্পত্তি ভুয়া নামজারি করে নেয় আল হেলাল মাসুম । তার পিতা মাহাবুর রহমান ২০১৭ ইং সালে মৃত্যুবরণ করেন। কিন্তু আল হেলাল মাসুম ২০০৬ ইং সালেই জীবিত পিতাকে মৃত দেখিয়ে নিজেকে পিতার একক ওয়ারিশ সূত্রে, জমির মালিকানা দেখিয়ে রূপগঞ্জ এসি ল্যান্ডে নামজারি করেন। নামজারি জমা ভাগ মোকদ্দমা নং ৮৬৫৬ /০৫-০৬। তারিখ ১৩/০৬/০৬ ইং, ২৯১ জোত সৃজন করেন। জমির পরিমাণ – ১৪ শতাংশ। মৌজা রূপগঞ্জ, আর এস খতিয়ান- ৭০, দাগ নং এস এ ৪৪৯, আর এস ৫৫৩ । গত ০৭/০৯/২০২৫ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জ এর পিটিশন মোকদ্দমা নং ১৮৬/২৪ ইং এর শুনানি কালে সহকারী কমিশনার ( ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল, রূপগঞ্জ কর্তৃক প্রেরিত সরেজমিনে তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। যার স্মারক নং ৪১.৩১.৬৭৮৬.০০০.০০০.১৩.০০০১.২৫.১৮২৩ তারিখ -৭/৭/২০২৫ ইং। উক্ত মোকদ্দমার বাদী আল-হেলাল মাসুম। পিতার জীবদ্দশায় পিতার ওয়ারিশ সূত্রে কিভাবে আল হেলাল মাসুম নামজারি করে, সে ব্যাপারে তার প্রতারণার কৌশল ঘনীভূত হচ্ছে। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের দৃষ্টি কামনা করেন সচেতন নাগরিক সমাজ। আল হেলাল মাসুমের ভুয়া নামজারি ও দলিল বাতিল করে সকল ওয়ারিশদের নামে নাম জারি করার জন্য অনুরোধ জানিয়েছেন নিপীড়িত , বঞ্চিত, ভুক্তভোগী সংশ্লিষ্ট ওয়ারিশ গং ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close