কিশোরগঞ্জগাজীপুরঢাকা বিভাগশ্রীমঙ্গল উপজেলা

কিশোরগঞ্জে কালের নতুন সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি: কিশোরগঞ্জ থেকে প্রকাশিত কালের নতুন সংবাদ’র ১০ম বছরে পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

 

(১ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১টায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল।

কালের নতুন সংবাদ সম্পাদক মো. খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, কালের নতুন সংবাদের প্রধান সম্পাদক অ্যাডভোকেট আইয়ূব বিন হায়দার, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য আমিনুল হক সাদী, কাউসার আহমদ টিটু, দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল, হাওর টাইমস সম্পাদক মো. খাইরুল ইসলাম ভূইয়া, কিশোরগঞ্জ জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মো. ফজলুর রহমান, সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ, এসটিভির প্রতিনিধি মিজানুল ইসলাম বকুল, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল, মিজানুর রহমান শাহীন প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, দৈনিক আমার বাংলাদেশের নিউজরুম এডিটর মো. মনির হোসেন, দৈনিক আজকের দর্পণের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, ডেল্টা টাইমসের কিশোরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার বাচ্চু মিয়া, উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজ তাড়াইল উপজেলা প্রতিনিধি মজিবুল হক চুন্নু, সাংবাদিক শেখ আল আজহার, ছড়াকার ছাদেকুর রহমান রতন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, সাহিত্য সম্পাদক কবি ও সাহিত্যিক সাদেক আহমদ, সহ বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহীন, নান্দাইল প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার, মোহাম্মদ এমদাদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close