কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জ ভূমি সেবায় নতুন দ্বার উন্মোচন হলো। (৯ জুলাই) বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড়ের বারী মার্কেটে সরকারী অনুমতিপ্রাপ্ত মৃত্তিকা এন্টারপ্রাইজ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সরকার নির্ধারিত নির্দিষ্ট ফিতে সকল প্রকার ভূমি সেবা সহায়তা পাওয়া যাবে এ কেন্দ্রে।
ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশরাত জাহান, রেভিনিও ডেপুটি কালেক্টর জেবুন নাহার, কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন, হাওর টাইমস সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া, আয়োজক প্রতিষ্ঠান মৃত্তিকা এন্টারপ্রাইজের পরিচালক (অব. ভূমি কর্মকর্তা) এস এম হাফিজুর রহমান, ইনচার্জ (অব. ভূমি কর্মকর্তা) মো. মজিবুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুধী, সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
জেলার অবসরপ্রাপ্ত দুইজন স্বনামধন্য ও ভূমিসেবায় অভিজ্ঞ ভূমি কর্মকর্তা কর্তৃক পরিচালিত মৃত্তিকা – স্মার্ট ভূমিসেবা প্রতিষ্ঠানটি প্রায় দুই বছরের অধিককাল যাবত অত্যন্ত চমৎকারভাবে সুনামের সাথে জনগণকে ভূমি সেবা প্রদান করে যাচ্ছে।