মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক আটককৃত কোটি টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও সিগারেট ধ্বংস

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় আটককৃত কোটি টাকা মূল্যের ভারতীয় বিড়ি এবং সিগারেট ধ্বংস করা হয়েছে।

সূত্র জানায়, শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে চোরাচালান রোধের বিশেষ অভিযানে ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য প্রায় ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য প্রায় ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট অদ্য ২৩শে জানুয়ারি শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) সদরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পর্ষদের মাধ্যমে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। উক্ত ধ্বংসকরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি, প্রভাত কুমার সিংহ, উপ-কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর), সিলেট, মোঃ সোহাগ মিলু, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা, মোঃ রিয়াজুল ইসলাম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার, মাহবুব আলম পাটোয়ারী, পৌরসভা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন টেলিভিশন/পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close