নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বিনামুল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের অধীনে দেশের ৪৮ জেলার অংশ হিসেবে নারায়ণগঞ্জেও সরকারিভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২ জানুয়ারী) নগরীর মমতাজ প্লাজায় প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয় প্রথম ক্লাস।

প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লানিং এন্ড আনিং লিমিটেডের মাধ্যমে ১ম ব্যাচে সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার ৫০ জন শিক্ষিত ও কর্মপ্রত্যাশি যুবরা। তাদের নিয়ে বছরের ১ম দিন ১লা জানুয়ারী কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে দেশে একযোগে ভার্চুয়াল যুক্ত ছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব, প্রকল্প পরিচালক, ৪৮ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ কোর্স সংশ্লিষ্ট অনেকে।

২০২৫ সালের ১লা জানুয়ারী হতে ৩১ মার্চ পর্যন্ত (৬০০ ঘন্টা) দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষনের পাশাপাশি তিন বেলা খাবারের জন্য দৈনিক ৩০০ টাকা ও যাতায়াত বাবদ আরো ২০০ টাকা করে ভাতা পাবে প্রশিক্ষনার্থীরা যা কোর্স শেষে সার্টিফিকেটের সাথে দেয়া হবে বলে জানিয়েছেন প্রশিক্ষন প্রতিষ্ঠানটি।

নারায়ণগঞ্জ শাখার কোর্স কো অর্ডিনেটর মোঃ শাকিল জানান, দেশে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। বিদেশ হতে কর্মচ্যূত হয়ে দেশে ফেরা প্রবাসীদের কারণে বেকারের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এসব শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হলে দেশে বেকারের সংখ্যা ও দারিদ্রতা উভয়ই হ্রাস পাবে। তাই শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের উদ্দেশ্য। আশা করছি সরকারের এ মহৎ প্রচেষ্টা সফল করবে আমাদের প্রশিক্ষনাধীর্রা।

প্রশিক্ষণার্থী মোঃ মাহমুদুল হাসান বলেন আমরা সকলে অত্যন্ত কৃতজ্ঞ যে, সরকার এমন একটি যুগোপযোগী উদ্যোগ নিয়েছে। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পেয়ে আমরা যারা চাকরির বাইরে রয়েছি, তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ হয়েছে। প্রশিক্ষণটি আমাদের কাজ করার দক্ষতা বৃদ্ধি করেছে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে হাতে—কলমে শেখার সুযোগ পাচ্ছি। প্রশিক্ষকদের পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ পদ্ধতি অত্যন্ত কার্যকর । আমি এখন আত্মবিশ্বাসী যে, আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ করে আমি আমার পরিবার এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারব। এই প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে বেকারত্বের হাত থেকে মুক্তি দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে বলে আমি বিশ^াস করি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close