কমলগঞ্জ উপজেলা

শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের নানা উপহার প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি:

আজ ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় শতবর্ষী মানুষদের ফুলেল শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩ হাজার করে টাকা, হরলিক্স ও ফলমুল উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউছুপ, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানী ছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিলসহ বিভিন্ন এলাকায় শতবর্ষী ১০জন প্রবীণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শাররীক অবস্থার খোঁজ খবর নেন এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close