স্বাস্থ্য বার্তা

বন্যার্ত মানুষের একমাত্র আশার আলো হয়েছেন ডিপ্লোমা চিকিৎসকগণ

রাফি তালুকদার :

গত এক সপ্তাহের বৃষ্টি সেই সাথে ভারতেরে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ার কারনে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে ফেনী, লক্ষীপূর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,সিলেটের হবিগঞ্জ সহ বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতির বিপদ সীমার উপরে চলে যায়। পানি বন্দি হয়ে পড়েন লাখ পরিবার।

বন্যার শুরু থেকেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বন্যার্তদের  জন্যে ত্রান সহায়তা নিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসেন। কিন্তু বন্যায় প্লাবিত মানুষ বিভিন্ন ভাবে আহত হয়ে স্বাস্থ্য সমস্যা ভুগেন। বন্যার্ত মানুষের জন্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ জরুরী হয়ে পড়ে। ঠিক সেই সময় বন্যার্ত মানুষের জরুরী চিকিৎসা সেবা ও বিন্যামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেন মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর সাধারন শিক্ষার্থী এবং ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) ঐক্য পরিষদ সংগঠন। গত বৃহস্পতিবার রাত থেকে নোয়াখালী সরকারী কলেজ আশ্রয়কেন্দ্র, ফেনী ছাগলনাইয়া পি এস পি ইন্টিগ্রেটেড স্টীল মিল আশ্রয়কেন্দ্রে, হবিগঞ্জের নোয়াগাও, জালালাবাদ, রাজারবাজার, চুনারুঘাট সহ কুমিল্লাতে বেশকিছু আশ্রয় কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।

 

ম্যাটস শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ এগিয়ে এসেছেন মানবিক সহায়তার অগ্রভাগে। শিক্ষার্থী ও পেশাজীবি মিলে প্রায় ৮০ জন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সমন্বয় টিম গঠন করে বন্যাকবলিত মানুষের চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ বিতরণের পাশাপাশি, ত্রাণ সামগ্রীও পৌঁছে দিচ্ছেন দুর্যোগে বিপর্যস্ত মানুষের কাছে। অথচ এরাই গত ২১ আগষ্ট ঢাকার প্রেস ক্লাবে ৪ দাফা দাবি আদয়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেন। দেশের এই ক্লান্তি লগ্নে আন্দোলনের মাঠ ছেড়ে চলে আসেন বন্যার্ত মানুষের সেবায়। ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। বন্যার এই ভয়াবহতা মোকাবেলায় জরুরী চিকিৎসা সেবা, বিন্যামূল্যে ঔষধ বিরতণ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।  তাদের এই মহান কৃর্তি বন্যার্ত মানুষের জন্য যেনো এক আশার আলোকবর্তিকা হয়ে উঠেছে।
গত কাল ও আজকে মিলে ১৫ টা ক্যাম্পে ৩০০০ এর মতো রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন, উপজেলাগুলোতে অসহায় মানুষদের স্বাস্থ্য সেবায় তাদের একমাত্র ভরসা ডিপ্লোমা চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close