শ্রীমঙ্গল উপজেলা

শ্রীমঙ্গলে শ্রমিকদের জন্য বরাদ্ধ রেশনের আটা চুরি

অন্তর মিয়া, শ্রীমঙ্গল থানা প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ফুসকুড়ি চা বাগানে শ্রমিকদের জন্য বরাদ্ধ রেশনের আটা চুরির ঘটনার সাথে জড়িত চা বাগানের গোদাম বাবুকে প্রত্যাহারের দাবীতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
শনিবার সকাল থেকে চা বাগানের কাজে না গিয়ে বাগানের অফিসের সামনে জড় হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে চা বাগানের রেশন বিতরনের দায়িত্বে থাকা স্বপন বুনার্জী চা বাগানের গোদাম থেকে আটা সরাচ্ছেন খবর পেয়ে কয়েকজন যুবক সেখানে উপস্তিত হন। এসময় চা বাগানের গোদামের সামনে থেকে একটি টমটমে থাকা ৮৩ কেজি আটা সহ বাগানের গোদাম বাবু স্বপন বুনার্জী ও চা বাগানের হেড ক্লার্ক পরিতোষ গোয়ালাকে আটক করে বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে বাগানের সহ ব্যবস্থাপক এসে ঘটনার সাথে জড়িতদের বিচার করবেন বলে আটককৃতদের নিয়ে চলে যান। কিন্তু এই ঘটনার দুই দিন পেড়িয়ে গেলেও গোদাম বাবুকে চা বাগান থেকে প্রত্যাহার না করায় চা বাগানে কর্মবিরতি করে আন্দোলন করেন তারা।
শনিবার দুপুরে ফুসকুড়ি চা বাগানে গিয়ে দেখা যায়, চা বাগানের অফিসের সামনে জড় হয়েছেন চা বাগানের নারী পুরুষ শ্রমিক রা। তাদের তাদের দাবী আদায়ে দিচ্ছিলেন নানান শ্লোগান।
নারী শ্রমিক মঞ্জু বুনার্জী বলেন, আমরা সারা সপ্তাহ কাজ করে মজুরির সাথে যে রেশন পাই সেটা থেকেও চুরি হয়ে যায়। কোম্পানি আমাদের জন্য যে বরাদ্ধ দেন সেটার পুরোটা আমরা পাই না। প্রতি সপ্তাহেই আমরা রেশনের আটা ২০০ গ্রাম, ৩০০ গ্রাম কম পাই। যদি কেউ প্রতিবাদ করেন তাহলে এর কোন প্রতিকার আমরা পাইনা। এই ভাবেই চা বাগান চলছে। মালিক পক্ষ এসব বিষয় জানেন না।
চা বাগানের শ্রমিক জয়ন্ত বুনার্জী বলেন, স্বপন বুনার্জী চা বাগানের রেশনের দায়িত্ব পাওয়ার পর থেকেই শ্রমিকরা রেশন ওজনে কম পান। গত বৃহস্পতিবার আমরা হাতে নাতে আটা চুরদের ধরি। কিন্তু বাগান কর্তৃপক্ষ এখনো সেই চুরদের চা বাগান থেকে প্রত্যাহার করেন নি। আমরা চা বাগানে কর্মবিরতি করে আন্দোলন করছি। যতদিন এই চুরদের চা বাগান থেকে প্রত্যাহার না করা হবে আমাদের আন্দোলন চলবে।
এই বিষয়ে জানতে ফুসকুড়ি চা বাগানের সহ ব্যবস্থাপক হুমায়ুন কবিরের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ যায়। অভিযুক্ত স্বপন বুনার্জী ফোন ধরেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close