অপরাধবন্দর

বন্দরে মনু হত্যাকান্ডের ৪ দিনেও আসামিরা গ্রেপ্তার হয়নি

বন্দরে মনিরুজ্জামান মনু (৪২) নামে যুবক হত্যাকান্ডের ৪ দিনেও কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ৭ জুন এনসিসির ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে নিজত হন মনিরুজ্জামান মনু। পরদিন ৮ জুন থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সাবিনা বেগম।

হত্যা মামলার আসামিরা হলেন, মুরাদপুর এলাকার মনির, মিঠু, টিটু, ফারুক, মোজাম্মেল, নুরু হাজী, কাউসার, নাঈম, ফরহাদ, ফয়সাল, রায়হান, নুরুল, মোজাম্মেল, ইউনুস ও জনি। যার মামলা নং- ১৩(৬)২৪; ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩০৭/ ৩২৩/৩২৫/৩৫৪/ ৩৮৯/ ৪২৭/ ৫০৬/ ১১৪/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০।

এ ঘটনার পর মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, মনিরুজ্জামান মনু হত্যা মামলায় অভিযান আমাদের অব্যাহত রয়েছে। আমরা তথ্য সংগ্রহ করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয় নাই। খুব শিঘ্রই আসামিদের গ্রেপ্তার করতে পারবো বলে আশা রাখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close