Uncategorized

কক্সবাজারে উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত

আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন।

সোমবার (১০ জুন) ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খাঁন।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, রোহিঙ্গা ইলিয়াছ আরসার সোর্স হিসেবে কাজ করতো। আরসা সম্পর্কে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে আরসা সদস্যরা আরএসও সমর্থকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মো. ইছহাক ও ফিরোজ খান নিহত হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল জানান, একজন ঘটনাস্থলে মারা যায়। আর দুজন হাসপাতালে মারা যায়। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close