বন্দর

লাঙ্গলবন্দে স্নান করতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসবে এসে নদীর পানিতে ডুবে রাজ বেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১১ টার দিকে লাঙ্গলবন্ধ এলাকার ব্রহ্মপুত্র নদের ৩ নং ঘাটে এ ঘটনা ঘটে। নিহত রাজ বেদ চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল দাসের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহাঅষ্টমী স্নানোৎসব উপলক্ষে শিশুটি তার পরিবারের সঙ্গে লাঙ্গলবন্দে আসেন। মা ও নানির সাথে একত্রে ব্রহ্মপুত্র নদের তিন নাম্বার ঘাটে পানিতে পবিত্র হওয়ার জন্য স্নান করতে নামেন। সেখানে অনেক মানুষের ভিড়ের মধ্যে সবার অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরবর্তী তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস গজারিয়া স্টেশনে লিডার মো. দুলাল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুব অল্প সময়েই শিশুটিকে উদ্ধার করেছি। পরবর্তীতে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close