নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে টানবাজারে সাত্তার টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ মহানগরীর টানবাজার ব্যাংক পাড়া এক ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে থাকা জেনারেটার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার (১৩ মার্চ) সকালে ১০:৩০ টায় টানবাজার ব্যাংকপাড়া এলাকার হাজী সাত্তার টাওয়ারে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, এ ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে পাকিং, জেনারেটর এবং একটি সুতার গোডাউনও ভাড়া দেওয়া হয়েছিলো। এ ভবনে ঢাকা ব্যাংক, আইডিএফসি, ইসলামি ব্যাংকের মতো মোট ৫ টি ব্যাংকের শাখা অবস্থান করে। সবগুলো ব্যাংকের জেনারেটর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ছিলো এবং সেই ব্যাংক জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে, একাধিক ব্যাংক কর্মকর্তা ও প্রত্যাক্ষদর্শীরা জানায়।

এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া জায়নি। তবে প্রাথমিকভাবে জেনারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close