ধর্মলেখা-পড়াসিদ্ধিরগঞ্জ
গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বাদ যোহর মাদ্রাসার হিফজ বিভাগ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার মোহাদ্দেস আলহাজ্ব হজরত মাওলানা রুহুল আমিন আফসারী। এসময় গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসা জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া, গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক আফজাল হোসেন (নিপু), গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসা জামে মসজিদের খতিব হাফেজ মোহতাসিম বিল্লাহ, ইমাম হাফেজ হাসান, মাদরাসার আরবি প্রভাষক তারেক আমিন সালেহী, সহকারী শিক্ষক মাওলানা মো: আব্বাস আলী, ক্বারী মো: জাহিদ সহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথি বৃন্দ ও মাদরাসা কমিটির নেতৃবৃন্দ ০৪ জন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিধান করেন। এছাড়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।