নারায়ণগঞ্জ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু’র রোগমুক্তি কামনায় না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু’র রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (৩১ জানুয়ারী) বাদ আছর নগরীর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন- সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম’র দিক নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগকে সারাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হয়ে একটি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি। সে-ই সাথে তিনি যেন সুস্থ হয়ে সংগঠনকে আবারও নেতৃত্ব দিতে পারেন, এ-ই কামনা করি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছগীর আহাম্মেদ’র সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মারুফুল ইসলাম মহাসিন’র সার্বিক পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির, সাধারন সম্পাদ আব্দুল আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ওয়াসিম, শুকুমার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ রেজা, রানা, শরিফুল, আনন্দ ও লুৎফর সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close