নারায়ণগঞ্জরাজনীতি
না’গঞ্জে আজমেরী ওসমানের অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাটি ও মানুষের প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান’র সুযোগ্য পুত্র যুব নেতা আজমেরী ওসমান’র নেতৃত্বে শান্তির শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করেছে মটর সাইকেল সহ গাড়ি বহরে চড়ে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড হতে এ শান্তির শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিএনপি ও সমমনা দলের ডাকা সারা দেশব্যাপী লাগাতার হরতাল ও অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রায় প্রায় পাচ শতাধিক মটর সাইকেল ও ত্রিশ টি গাড়ি বহর নিয়ে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রা করে যাচ্ছেন যুব নেতা আজমেরী ওসমান।
ও- ই শান্তির শোভাযাত্রায় তরুণ ও যুবকদের উপস্থিতি বেশি দেখা গিয়েছে। যা ছিল এক নজর কারা দৃষ্টি আকর্ষণ করার মতো।
উক্ত শোভাযাত্রা টি আজমেরী ওসমান’র নিজ বাসভবন হতে শুরু করে পঞ্চপটি হয়ে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু (শীতলক্ষ্যা-৩) দিয়ে বন্দর ফরাজি কান্ধা ও নবীগঞ্জের প্রধান সড়ক দিয়ে পুনরায় সেতু হয়ে নিতাইগঞ্জ প্রবেশ করে।
পরে মটর সাইকেল সহ গাড়ি বহরের শান্তির শোভাযাত্রা টি নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাঢ়া হয়ে আদমজী রোড দিয়ে চিটাগাং রোড ও সাইবোর্ড চত্বর ঘুরে প্রায় তিন ঘন্টা অবরোধ হরতাল বিরোধী মিছিলের কর্মসূচী পালন করে, আল্লামা ইকবাল রোডে যুব নেতা আজমেরী ওসমান’র বাসভবনে এসে সমাপ্ত হয়।