আন্তর্জাতিক

ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে হামাস

ফিলিস্তিনি যোদ্ধারা গাজা থেকে বৃষ্টির মতো ইসরায়েলের দক্ষিণে রকেট বর্ষণ অব্যাহত রেখেছে। এদিকে এর জবাবে শুক্রবার (২০ অক্টোবর) রাতে ইসরায়েলি সেনারা হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একাধিক হামাস স্থাপনায় হামলা চালিয়ে তাদের ঘাঁটি ধ্বংস করেছে। এ সময় তারা হামাসের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারকেও হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানায়।

মাহমৌদ সাবিহ হামাসের জন্য বিভিন্ন অস্ত্র প্রস্তুত করতেন। তার বানানো অস্ত্রের ভেতর ড্রোনও রয়েছে। তিনি হামাসের হয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন বলেও দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট সন্ধ্যায় আইডিএফের সমাবেশে সেনাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এ সময় চলমান ক্যাম্পেইনের প্রসারণ ঘটলে বাহিনী প্রস্তুত আছে কিনা তা যাচাই করেন বলে তার কার্যালয় জানিয়েছে।

গ্যালান্ট এ সময় কমান্ডার ও বিভিন্ন ইউনিটের সেনাদের সঙ্গে কথা বলেন। ইসরায়েলের আসন্ন স্থল অভিযানকে কেন্দ্র করে গাজা সীমান্তে দশ হাজার সেনা মজুদ করা হয়েছে।

গ্যালান্ট যখন সেনাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক সে সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় একটি রকেট সরাসরি একটি বাসায় আঘাত হানে। এ সময় অনেক গাড়িও ধ্বংস হয় বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) ওই দুই আমেরিকানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। খবর আলজাজিরার।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসেম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে। দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

অন্যদিকে হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনো রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close