ঢাকা

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে প্রথমবার শেখ রাসেলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন বুধবার ( ১৮ অক্টোবর) ২৫ তম নবায়ন সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণার্থী ও টিডিএস এ কর্মরত সকল স্টাফদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ সুপার (ট্রেনিং), টিডিএস। শুরুতে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুলিশ সুপার ট্রেনিং এর নের্তৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ক্লাস রুমে শেখ রাসেলের জীবনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। বক্তব্যে পুলিশ সুপার হালিম বলেন শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে উনার জীবন সম্পর্কে আজকে দেখানো ভিডিও ক্লিপ্সগোলো দেখানোর প্রতি জোর আবেদন রইল।

তিনি আর বলেন রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। বক্তব্যে পর প্রশিক্ষণার্থীদের নিয়ে শেখ রাসেল এর উপর সেমিনার ও নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শেখ রাসেলের স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন সার্জেন্ট / মো. মনজুর মোরশেদ ও সার্জেন্ট / মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবায়ন কোর্স সমন্বয়ক মো. সালাহউদ্দিন পুলিশ পরিদর্শক (শওযা), টিডিএস, ঢাকা। এই সময় টিডিএসের সকল ইন্সট্রাকটরবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআই/এসকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close