স্বাস্থ্য বার্তা
পদোন্নতি হওয়ায় ডা: মো: মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন ডা: ফরহাদ হাসান চৌধুরী
রাকিবুল ইসলাম ইফতি, নিউজরুম এডিটরঃ ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা, জাতীয় নাক,কান, গলা হাসপাতাল, তেজগাঁও, ঢাকা তে কর্মরত বিশিষ্ট নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. মনিরুজ্জামান এমবিবিএস, সিসিডি (বারডেম), বিসিএস (স্বাস্থ্য) এমসিপিএস (ইএনটি এন্ড এইচএনএস) ডিএলও (বিএসএমএমইউ),
জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেড/ সহ. অধ্যাপক সমমান) এ পদোন্নতি পেয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট এ যোগদান করায়, ১৫ অক্টোবর ২০২৩ সন্ধ্যায় নিজস্ব চেম্বার, আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সহকারী অধ্যাপক ডা: ফরহাদ হাসান চৌধুরী।