সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে জাতীয় শিক্ষা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড আইল পাড়া জ্ঞানের আলো আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা, বৃক্ষরোপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সামাজিক সংগঠন “দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিঠুন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ ইসমাঈল মাদবর, নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি হাজী মোঃ আবু মুসা, জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম খন্দকার, জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেত্রী মৌসুমী ভুইয়া স্বর্না, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাজিব ভুইয়া।
প্রথমেই কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটির শুভসূচনা করা হয়।
এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ এমদাদ, মোঃ আফসার, মোঃ রিয়াজ, মোঃ শিহাব। শিক্ষিকাদের মধ্যে ছিলেন- রুপা চক্রবর্তী, তাহমিনা আক্তার পুষন, দিলসাদ জাহান ঝিনুক, শিমু আক্তার, শারমিন আক্তার, উম্মে হাবিবা রিহাম, অন্যান্যদের মধ্যে পান্না আক্তার, সাথী আক্তার, নাদিয়া আক্তার,  মিলি, শারমিন আক্তার (২), সেলিনা আক্তার, আইরিন আক্তার, নাজনীন আক্তার, জাকিয়া আক্তার সহ ও-ই স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close