সিলেট বিভাগ

কমলগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান এর উপস্থাপনায় বক্তব্য দেন কমলগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক এড. সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রণীত রঞ্জন দেবনাথ, সাজেদুর রহমান, নুরুল মোহাইমিন মিল্টন, শাব্বীর এলাহী,শহীন আহমেদ, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, জয়নাল আবেদীন, নির্মল এস পলাশ, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।’ এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close