জাতীয়ঢাকানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের টহল

বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পালটা পালটি ধাওয়ার ঘটনা ঘটে।

বিকাল পৌনে পাঁচটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিচ্ছিল র‌্যাব-১১ সদস্যরা। সেই সঙ্গে প্রচুর সংখ্যাক পুলিশও মোতায়েন রয়েছে সড়কে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা মেলে এমন দৃশ্যের।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, শুক্রবার বিএনপি ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয়। তবে জনস্বার্থে অনুমতি না দেওয়া হলেও তারা মহাসড়কে অবস্থান করার চেষ্টা করেছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে আমাদের টহল দল রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে ২০০ র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত র‌্যাব মহাসড়কেই অবস্থান করবে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এ সময় তাদের বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হই। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এখনো শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা মহাসড়কেই অবস্থান করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close