জাতীয়ঢাকারাজনীতি

ঢাকায় বিএনপিসহ গণতন্ত্র মঞ্চের উপরে আওয়ামী লীগ ও পুলিশের হামলা

রাজধানীর চারটি প্রবেশমুখে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীর চারটি প্রবেশমুখেই বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল জিসান ও স্টাফ করেসপন্ডেন্ট আরিফুল ইসলাম জানিয়েছেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে পুলিশের বাধার পর বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে। এসময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।
মাতুয়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কর্মসূচি পালন করার কথা থাকলেও তাকে এই এলাকায় দেখা যায়নি। তবে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দনিয়া কলেজের সামনে বলেছেন, তাদের কর্মসূচি চলবে। যেকোনো মূল্যে বিকেল চারটা পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন করবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১ টার দিকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের গলি থেকে কয়েকজন তরুণ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তাদের ধাওয়া দেয়। জায়গায় জায়গায় আগুন জ্বলছে। এরই মধ্যে সাধারণ মানুষ হেঁটে চলাচল করছে।

সকাল সাড়ে ১১ টার দিকে গাবতলি মাজার রোড থেকে গণতন্ত্র মঞ্চের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ড. ইউসুফ সেলিম এবং নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাক।
অন্যদিকে রাজধানীর উত্তরায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়েছে পুলিশ। উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাধারণ মানুষকে এদিক সেদিক ছুটাছুটি করতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close