রাজনীতিসোনারগাঁও

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাসুম আহমেদ উদ্যোগে ও সার্বিক আয়োজনে কেক কেটে ও দোয়ার মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

২৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসুম আহমেদ
গণমাধ্যমকে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন হচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা আনন্দিত যে ধীরে ধীরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার ২৯টি বছর সম্পূর্ণ করল। প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক মনে প্রাণে সেই কামনা করছি। তাছাড়া আমাদের প্রাণপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি’।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুম সভাপতিত্বে এসময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক রবিন, কাচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মাসুদুর রহমান মাসুম এবং কাচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম খান জনি
ও সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম প্রাধান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close