জাতীয়ঢাকা

শাহবাগে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ

ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ট্রেইনি (শিক্ষানবিশ) চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।

হাবিবুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করতে যাই, তখন আমাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আমাদের বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

আন্দোলনরতরা এখন শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।ৎ

জানা গেছে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। এতে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close