বন্দর

নারায়ণগঞ্জ নৌ পরিবহন টার্মিনাল নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প -১ (চট্টগ্রাম-ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) শীর্ষক প্রকল্পর আওতায় নারায়ণগঞ্জ প্যাসেঞ্জার টার্মিনাল আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে ১৫১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ৫৮ লাখ ১৭ হাজার ১৯৬ টাকার চেক তুলে দেন যুগ্ম সচিব মো. মনোয়ার উজজামান।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, উপ প্রকল্প পরিচালক এ এইচ মো.ফরহাদ উজ জামান, যুগ্ম পরিচালক শহীদ উল্লাহ, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী  দিদার এ আলম, হিসাব রক্ষন কর্মকর্তা আহমেদুল কবির সদর মডেল থানার ওসি আনিচুর রহমান।

 

যুগ্ম সচিব মো. মনোয়ার উজজামান জানান, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প -১ (চট্টগ্রাম- ঢাকা- আশুগঞ্জ সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) শীর্ষক প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জ আধুনিক প্যাসেঞ্জার টার্মিনালের উন্নয়ন কাজ শুরু করার পূর্বে বিশ্বব্যাংকের নির্দেশনা ও লাইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এ ক্ষতিপূরণ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close