অপরাধসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর অফিসে ইফতির নেতৃত্বে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুট : আহত ৫

সিদ্ধিরগঞ্জে মো. জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর সাথে দেনা পাওনা সংক্রান্ত বিষয়ের জের ধরে ওই ব্যবসায়ীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর, কুপিয়ে জখম ও লুটের অভিযোগ পাওয়া গেছে ইফতি নামে এক সন্ত্রাসী বিরুদ্ধে। এ সময় ইফতি ও তার ২০/২৫ জন সহযোগী সন্ত্রাসীরা প্রতিষ্ঠান মালিক জহিরুল ইসলাম সহ ব্যবসায়ীর কর্মচারী সহ ৪জনকে শরীরে চাপাতি ও চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সকলে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ব্যবসায়ী জহিরুলের ক্যাশে থাকা নগদ (৯,৭০,০০০/-) নয় লাখ সওর হাজার টাকা লুট করে নিয়ে যায়। এক সময় আহতদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী ইফতি জহিরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রবিবার (১১ জুন) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে নাসিক ৮ নং ওয়ার্ডের জালকুড়ি চেয়ারম্যান অফিস সংলগ্ন মেসার্স অনন্যা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে। এ ঘটনায় ভুক্তভোগী মো: জহিরুল ইসলাম আইলপাড়ার যুবলীগ নেতা খোকন মল্লিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসিরের পুত্র ৬নং ওয়ার্ডের মাদকের ডিলার সন্ত্রাসী ইফতি ও তাঁর ভাই দীপ্তি সহ ৪জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৫/২০ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র ও আহত জহিরুলের সাথে কথা বলে জানাগেছে, ব্যবসায়ীক সূত্রে ব্যবসায়ী মো. জহিরুল ইসলামের সাথে হামলাকারী সন্ত্রাসী ইফতির সাথে কিছু দেনা পাওনা ছিলো।
রবিবার রাতের দিকে ইফতি সহ ২০/২৫ জনের বাহিনী নিয়ে জালকুড়ি চেয়ারম্যান অফিস সংলগ্ন এলাকায় জহিরুল ইসলামের ব্যবসায় প্রতিষ্ঠান তৈলের হাউজ মেসার্স অনন্যা এন্টারপ্রাইজে জহিরুল ইসলামকে পেয়ে তার অফিসে হামলা করে ভাঙচুর করতে থাকে। এ সময় আটকাতে গেলে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড, হকিস্টিক, চাপাতি, চাকু দিয়ে ব্যবসায়ী জহিরুল ইসলামের ওপর হামলা চালায় ইফতি ও তার বাহিনী। এ সময় জহিরুলকে বাঁচাতে গেলে তার অফিস স্টাফ মো: হোসেন, মো: সাঈদ, মো: মানিক, মো: সিদ্দিকের শরীরে চাপাতি, চাকু দিয়া আঘাত করে রক্তাক্ত জখম করে।এবং ক্যাশে নয় লাখ সত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। হামলা ও ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় মামলা করলে মামলা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close