আন্তর্জাতিক

চীনে সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

সৌদি-ইরানের পর এবার ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। যার অংশ হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে। আগামী ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট আব্বাস চীনে অবস্থান করবেন বলে খবরে বলা হয়।

এ বিষয়ে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১৩ থেকে ১৬ জুন রাষ্ট্রীয় সফরে চীনে আসবেন।

গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কুইন গ্যাং ফোনে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে শান্তি আলোচনায় তার দেশের সহযোগিতার ইচ্ছার কথা প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে তখন বলা হয়েছিল, কুইন ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করার পদক্ষেপকে’ উৎসাহিত করে ফোনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বলেছিলেন, ‘চীন এ বিষয়ে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে প্রস্তুত আছে।’

কুইন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকে বলেন, বেইজিং যত দ্রুত সম্ভব আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকে সমর্থন করছে।

উভয় নেতার সঙ্গে ফোনালাপে কুইন আরো বলেছেন, চীন ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের ভিত্তিতে শান্তি আলোচনার উপর জোর দিয়ে যাবে।

সম্প্রতি চীনের উদ্যোগেই মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিপক্ষ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ওই অঞ্চলে গত কয়েক দশক ধরে মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব বিরাজমান ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close