খেলাধুলাসিলেট বিভাগ
কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কমলগঞ্জ সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে আজ ৭ জুন মৌলভীবাজারের কমলগঞ্জে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তিলকপুর মাঠে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্ৰবৰ্ত্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী বালক দলের খেলায় ইসলামপুর ইউনিয়ন দল ২-০ গোলে শমসেরনগর ইউনিয়ন দলকে পরাজিত করে। উপজেলা পর্যায়ের বালকদের এ টুর্নামেন্টে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০টি অংশগ্রহণ করছে। আগামী ১০ জুন বিকেল ২ টায় আদমপুর ও মাধবপুর ইউনিয়ন এবং বিকেল ৪ টায় কমলগঞ্জ পৌরসভা ও আলীনগর ইউনিয়ন পরস্পর মুখোমুখি হবে।