অপরাধসিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ অন্তর মিয়া, প্রতিনিধি , শ্রীমঙ্গল, মৌলভবাজার:

সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল, অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ, এসআই (নিরস্ত্র) রাকিবুল হাছান, এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গতশ্রীমঙ্গল টু কমলগঞ্জ গামী (ভানুগাছরোড) রাস্তায় জনৈক সাদ্দামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালে ২৫/০৫/২০২৩খ্রিঃ তারিখ অনুমান ২৩.৫০ ঘটিকার সময় একটি সিএনজি গাড়ি কমলগঞ্জ হইতে শ্রীমঙ্গলের দিকে আসিতেছে দেখিয়া উক্ত গাড়ির গতিরোধ করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজি গাড়ি ও আসামীদের দেহ তল্লাশী করা কালে সিএনজি গাড়ির পিছনের সিটে বসা অবস্থায় আসামী জয়ধন মিয়া শান্ত (৩০) তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো টাইপকরা লেখা কাগজের ভিতরে ০৬টি নীল রংয়ের পলি জিপারে মোট ১,২০০(এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যবলেট, যাহার আনুমানিক মূল্য-৩,৬০,০০০/-(তিন লক্ষ ষাট হাজার) টাকা , আসামী ১। জয়ধন মিয়া শান্ত (৩০), পিতা-লেবু মিয়া, মাতা-মৃত জয়রুন বেগম, সাং-উবাহাটা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-পাদ্রি বাংলা, ক্যাথলিক মিশনরোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২। হান্নান মিয়া (৩৪), পিতা-মৃত মহিবুল্লাহ, মাতা-ছমিরা বেগম, সাং-জানাউড়া, বর্তমান সাং-উত্তর ভাড়াউড়া (ফয়ছল মিয়ার বাড়ি), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। আসামী জয়ধন মিয়া শান্ত (৩০) এর বিরদ্ধে ইতি পূর্বের আরো ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন পাওয়া যায়। আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close