অপরাধসিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ১০ (দশ) জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন

মোঃঅন্তর মিয়া শ্রীমঙ্গল,মৌলভীবাজার প্রতিনিধিঃ

মোঃ  জাহাঙ্গীর হোসেন সরদার, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ২৫/০৪/২০২৩ইং তারিখ এসআই/দুর্জয় সরকার শ্রীমঙ্গল থানাধীন আমরাইলছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে ৪০ লিটার চোলাইমদসহ ০১জন আসামীকে গ্রেফতার।
অপর অভিযানে এসআই মোঃ জামাল উদ্দিন শ্রীমঙ্গল থানার মামলা নং-২৫, তারিখ-১৮/০৪/২০২৩ইং এর এজাহারনামীয় পলাতক ০১জন আসামী, এসআই সুব্রত চন্দ্র দাস শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ-১৮/০৪/২০২৩ইং এর এজাহারনামীয় পলাতক ০১জন আসামী, এসআই/তীথংকর দাস শ্রীমঙ্গল থানার মামলা নং-৩৭, তারিখ-২৫/০৪/২০২৩ইং এর এজাহার নামীয় ০৫জন আসামী, এএসআই মনিরুল ইসলাম পিটিশন ৩১৮/১৮ এর পরোয়ানাভুক্ত ০১জন আসামী এবং এএসআই রাজু বিশ্বাস সিআর-০৪/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত ০১জন আসামীসহ সর্বমোট ১০ (দশ)জন আসামী গ্রেফতার করেন। সকল আসামীদের অদ্য ২৬/০৪/২০২৩খ্রিঃ তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close