নারায়ণগঞ্জ

না’গঞ্জে আজমেরী ওসমান’র পক্ষে অসহায় ও দুঃস্থদের ঈদ উপহার বিতরণে পারভীন ওসমান

নিজস্ব সংবাদদাতা: আমরা তো আপনাদের সব আশা পূরণ করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকি। যাতে করে ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত একটু সেমাই খেতে পারেন। অনেক বাঁধা উপেক্ষা করে প্রতিবছরই আমার ছেলে আজমেরীকে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। এবং আাগামীতেও যেন তৌফিক দেয়, দোয়া করবেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে আল্লামা ইকবাল রোড এলাকাস্থ নিজ বাসভবনে ঈদ উপহার বিতরণকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান’র সহধর্মিনী পারভীন ওসমান অসহায় এবং দুঃস্থদের উদ্দেশ্য করে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন- আমি জানি আপনারা অসহায় আপনাদের সব আশা তো পূর্ণ করা যায় না। তারপরও আমি সহ আমার ছেলে আজমেরী ওসমান মিলে সামান্য কিছু দিলাম। কারণ আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার পরিবারের সকলেরই খুব ভালো লাগে।
এসময় দুই হাজার দরিদ্র পরিাবরের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে  ছিল- পোলাও চাউল, সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ। এছাড়াও এ সব ঈদ উপহার বিভিন্ন এলাকায় গরীবদের মাঝে পৌঁছে দেয়া হবে। আজমেরী ওসমান’র পক্ষে ঈদ উপহার বিরতরণে সহযোগীতায় কাজ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠন ও যুবনেতা কর্মী সমর্থকরা।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- আজমেরী ওসমান’র সহধর্মিণী সাবরীনা ওসমান জয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close