সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণে উড়ে গেল ড্রেনের স্লাব, জনমনে আতঙ্ক

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও.রোড দোয়েলচত্বর এলাকায় পয়ঃনিষ্কাশনের ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকান ও বাসাবাড়ির সামনে ড্রেনের স্লাব উড়ে যায়। ওই স্লাবের একশ থেকে দেড়শ ফুট দূরে আরো কয়েকটা স্লাব বিস্ফোরণে একইভাবে উড়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ হওয়া বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফ্রিজ মেরামত দোকানদার জানান, ঘটনার সময় মসজিদে তারাবি নামাজ চলছিল। রাস্তায় লোকজনের চলাচল কম ছিল। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিস্ফোরণের কারণে পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ড্রেন থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে বলে জানান তিনি।

আরেক প্রতক্ষ্যদর্শী মাহিম জানান, বিকট শব্দে ড্রেন বিস্ফোরণ ঘটে। এতে ড্রেনের স্লাব ভেঙে পড়ে ও আগুন জ্বলে উঠে। ড্রেনের নিচে বাসা বাড়ির গ্যাস লাইন, পানির লাইন ও ড্রেনের পাইপ রয়েছে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। সিটি কর্পোরেশন ড্রেন পয়:নিষ্কাশনে কোনো ব্যবস্থা না নেওয়ায় যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close