নারায়ণগঞ্জ

‌নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অ‌গ্নিকা‌ন্ডে দগ্ধ আরও একজ‌নের মৃত্যু

নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইকবাল হোসেন (৪০)। সে নিতাইগঞ্জে সিটি ব্যাংকের নিরাপত্তাপ্রহরী ছিল। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

গত শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন একটি শতবছরের পুরোনো দোতলা ভবনে গ্যাসলাইনের ছিদ্র থেকে বিস্ফোরণ হয়। এতে একজন শ্রমিক নিহত ও গদিঘরের মালিক, কর্মচারী, শ্রমিকসহ ৯ জন দগ্ধ হন।

নিতাইগঞ্জ পাইকারি খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, ইকবাল হোসেন ওই দিন সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close